Friday, August 29, 2025

বাংলার ফুটবলে রেড লেটার ডে, আরপিজির হাত ধরে মোহনবাগানের নতুন যুগের সূচনা

Date:

Share post:

১৬জানুয়ারি, ২০২০। বাংলার ফুটবলে রেড লেটার ডে হয়ে থাকবে কিনা ভবিষ্যতই বলবে। কিন্তু ১৩০বছরের মোহনবাগান ক্লাবের হাত ধরে বাংলার ফুটবলে যে আন্তর্জাতিক মাত্রা যোগ হলো, তার ভবিষ্যত আর যাই হোক এগিয়ে যাওয়ার নিশানা উড়িয়ে সামনের দিকেরই পথ দেখাল। বাংলার ফুটবলের আঁতুড়ঘরে আধুনিক ফুটবলের বাতাস প্রবেশ। তার হাত ধরে বাকিদের এগিয়ে যাওয়ার অপেক্ষা।

বৃহস্পতিবার কলকাতার প্রায় দুই শতাব্দী প্রাচীন সংস্থা আরপিজি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতার তিন প্রধানের অন্যতম স্তম্ভ মোহনবাগান। চুক্তি হলো মোহনবাগান ফুটবল ক্লাব অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে আরপিজি সংস্থার। ৮০% শেয়ার আরপিজির, ২০% শেয়ার থাকল মোহনবাগানের। এই আরপিজি সংস্থার হাতেই রয়েছে আইএসএলের অন্যতম সেরা টিম অ্যাটলেটিকো দ্য কলকাতা এবং মোহনবাগান কার্যত এক হয়ে গেল। দুটি ক্লাবের মালিকানাই আপাতত সঞ্জীব গোয়েঙ্কার আরপিজির হাতে, যার প্রতিষ্ঠাতা রমাপ্রসাদ গোয়েঙ্কাও ছিলেন এই ক্লাবের অন্যতম সদস্য। ফলে বাবার আবেগ পুত্র সঞ্জীবের মধ্যে স্বাভাবিকভাবেই প্রভাবিত হয়েছে। যার নিট ফল বৃহস্পতিবারের চুক্তি। এই গাঁটছড়ায় মূল হোতা অবশ্যই মোহনবাগানের দুই তরুণ তুর্কি কর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত। দুই ক্লাব মিশে যাওয়ার পর বেশ কিছু প্রশ্ন উঠেছে। যে প্রশ্নের সমাধান করেছেন সৃঞ্জয় নিজেই…

১. জার্সির রঙ মোহনবাগানের চোখের মণি সবুজ-মেরুণই থাকছে।

২. আদি-অকৃত্রিম পাল তোলা নৌকাও থাকছে স্বমহিমায়।

৩. নতুন পরিস্থিতির নিরিখে মোহনবাগানের নামের সঙ্গে আর কিছু কিছু যোগ হতে পারে। সে নিয়ে সিদ্ধান্ত পরে।

সৃঞ্জয়ের বক্তব্য, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আধুনিক ফুটবলের সঙ্গে টেক্কা দিতে হবে। যা কর্পোরেট সংস্থা ছাড়া শুধু আবেগ দিয়ে সম্ভব নয়। সারা পৃথিবীতে জুড়ে তাই হচ্ছে। আমরাও সে পথে পা রাখলাম। বাংলার সংস্থা সঙ্গে রয়েছে। ফলে তারাও বাংলার আবেগের ভাল-মন্দ জানে। এটা আমাদের বড় পাওনা। আর মোহনবাগানের চেয়ারম্যান টুটু বোস বলছেন, সময়ের দাবি মেনে বাস্তবসম্মত পদক্ষেপের প্রয়োজন ছিল। ধন্যবাদ আরপিজি সংস্থাকে।

মোহনবাগানের আজকের এই ইতিবাচক পরিণতির সলতে পাকানো শুরু হয়েছিল মাস কয়েক আগে থেকেই। চলছিল মার্জার সরণি তৈরির কাজ। তাড়াহুড়ো ছিল না। ছিল দীর্ঘকালীন প্রক্রিয়াকে সফল করা। সে উদ্যোগ যে সফল তা আজকের ঘটনা প্রমাণ করেছে। ময়দানের আর এক প্রধান ইস্টবেঙ্গলও কোয়েস্টের সঙ্গে একইভাবে গাঁটছড়া বেঁধেছিল। সেই গাঁটছড়া দীর্ঘকালীন হয়নি। কিন্তু ময়দান ও বাংলার ফুটবলের স্বার্থে তাদেরও ইতিবাচক কোনও পরিণতির দিকে তাকিয়ে আছেন সদস্য-সমর্থকরা। কলকাতার ফুটবল চায় মহমেডানেরও উত্থান। বাকি দুই প্রধানের এক্ষেত্রেও সাহায্যের হাত থাকুক, চাইছেন ময়দানের ফুটবলপ্রেমীরা।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...