দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভাপতি হয়েই বিস্ফোরক দিলীপ বললেন, আইন না মানলে আইনভঙ্গকারীকে গুলি চালিয়ে শায়েস্তা করার জন্যই থাকে পুলিশের বন্দুক। সরকারি সম্পত্তি বা মানুষের সম্পত্তি যারা নষ্ট করে, ধ্বংস করে তাদের কেন মাফ করা হবে! শুধু তাই নয় দলে যারা এই মন্তব্যের বিরোধিতা করছেন, তাদের ট্যুইট সর্বস্ব নেতা বলে কটাক্ষ করে বিজেপি সভাপতি বললেন, দলের সব বিষয়ে সকলে একমত হবেন, তা আমি মনে করি না। আবার বিজেপি কারওর কণ্ঠরোধও করে না। বক্তব্য রাখার স্বাধীনতাও রয়েছে। কিন্তু আমি আমার বক্তব্য থেকে সরছি না। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে EXCLUSIVE সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ ঘোষ যা বললেন, দেখুন ইউটিউবে…
