Tuesday, August 26, 2025

নির্লজ্জ কংগ্রেস দিল্লি ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল নির্ভয়ার মাকে!

Date:

দিল্লির রাজপথে 2012-এর ডিসেম্বরে নির্ভয়া যখন গণধর্ষিতা হন, তখন কেন্দ্রে এবং দিল্লিতে সরকার ছিল কংগ্রেসের আর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। আর সাত বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পরও নির্ভয়ার মা আশাদেবী যখন মৃত মেয়ের প্রতি সুবিচারের দাবিতে বিচারব্যবস্থা আর প্রশাসনের দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত, তখন তাঁকে ব্যবহার করে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা! সৌজন্যে, জাতীয় কংগ্রেস। এবারের দিল্লি বিধানসভা ভোটে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কংগ্রেস ভোটে নজর কাড়তে এই চেষ্টা শুরু করেছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

এদিন কংগ্রেস নেতা কীর্তি আজাদের ট্যুইটারে বিষয়টি প্রকাশ্যে আসে। কীর্তি বলেছেন, মা তুঝে সালাম। মেয়ের বিচারের জন্য যিনি সাত বছর ধরে লড়ছেন তিনি রাজনীতিতে এলে স্বাগত। পরে দিল্লির একাধিক নেতাও বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে সাংবাদিকদের বলেন, অপেক্ষা করে দেখুন কী হতে চলেছে।

পরে এই বিষয়টি নিয়ে নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, মেয়ের খুনী-ধর্ষকদের ফাঁসির সাজা ছাড়া অন্য কিছু ভাবতেই চান না। কংগ্রেস বা অন্য কোনও দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব আসেনি জানিয়ে তিনি বলেন, আমিও মিডিয়ায় শুনছি। রাজনীতিতে আসার প্রশ্নই নেই।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version