Thursday, November 13, 2025

সংরক্ষণের কোপে ওয়ার্ড হারালেন বহু তৃণমূল হেভিওয়েট

Date:

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুরসভার ভোট। তার আগে সংরক্ষণ তালিকা প্রকাশে তৈরি হল নতুন সঙ্কট। তাতে দেখা যাচ্ছে বহু তৃণমূল কংগ্রেস নেতা ওয়ার্ড হারাতে চলেছেন। তারমধ্যে রয়েছেন চারজন মেয়র পারিষদ এবং দুজন বরো চেয়ারম্যান। ৯০ নম্বর ওয়ার্ড হয়ে গিয়েছে মহিলাদের সংরক্ষিত। এই ওয়ার্ড থেকে ভোটে লড়াই করতে পারবেন না বৈশান্বর চট্টোপাধ্যায়। ৫৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। এর আগে তিনি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সেটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তিনি ৫৮ নম্বরে আসেন। এবার ৫৮ নম্বর মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তাঁকে ফের খুঁজতে হবে নতুন ওয়ার্ড। ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পরিষদ দেবব্রত মজুমদার হারাতে চলেছেন ওয়ার্ড। ওয়ার্ড হারাচ্ছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দে। তিনি মেয়র পারিষদ। ওয়ার্ড হারাচ্ছেন ৫২ নম্বরের কাউন্সিলর সন্দীপন সাহা, তিন নম্বর ওয়ার্ডের শান্তনু সেন। দুজনেই বরো চেয়ারম্যান। ১০৭ নম্বরের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ, ১৪২ নম্বরের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাসগুপ্ত ১১০নম্বর ওয়ার্ডটি হারাতে হারাচ্ছেন এসসি মহিলা সংরক্ষিত হওয়ায়। তবে বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের কোনও বদল হয়নি। এই ওয়ার্ডটি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। এখান থেকে প্রার্থী হতে পারেন শোভন-জায়া রত্না। ১৪৪টি ওয়ার্ডের কলকাতা পুরসভা মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ৪৫টি এবং এসসি মহিলাদের জন্য ৫টি এবং এসটি মহিলাদের ৩টি আসন সংরক্ষিত হয়েছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version