“তারিখ পে তারিখ”, হতাশ নির্ভয়ার মা

ফের পিছিয়ে গেল নির্ভায়াকাণ্ডে দোষীদের ফাঁসির দিন। তারপরেই আদালত চত্বরে ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, সাতবছর ধরে আদালতের দরজায় ঘুরে ঘুরে শুধু “তারিখ পে তারিখ” মিলেছে। এই কথা মনে করিয়ে দিল বেশ কয়েক বছর আগে ‘দামিনী’ বলে একটি হিন্দি ফিল্মের কথা। সেখানেও একটি ধর্ষণ-খুনের মামলা চলছিল। একইভাবে ধর্ষিতার পক্ষের আইনজীবী আদালত প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বিচারের বদলে শুধু মিলেছে “তারিখ পে তারিখ”। একইভাবে হতাশ নির্ভয়ার মা আদালতের রায়ের পরে বললেন, “৭ বছর ধরে আদালতের দরজায় দরজায় ঘুরছি। আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী যারা, তাদের শাস্তি এখনও কার্যকর হল না।” তিনি বলেন, “ভেবেছিলাম ২২ তারিখ ফাঁসি হবে। কিন্তু আবার সেটা পিছিয়ে হল ১ ফেব্রুয়ারি। এখন আর ভরসা নেই। যতদিন না ফাঁসি কার্যকর হচ্ছে, ততদিন আমি শান্তি পাচ্ছি না” একরাশ হতাশা আর ক্ষোভ আশাদেবীর গলায়।

আরও পড়ুন-চার দোষীর ফাঁসি ১ তারিখ হবে তো?

Previous articleচার দোষীর ফাঁসি ১ তারিখ হবে তো?
Next articleতালকোটরায় প্রধানমন্ত্রী কেন পড়ুয়াদের সঙ্গে?