দিল্লি-ভোটে প্রার্থী হচ্ছেন মুকুল রায় , গুঞ্জন না সত্যি?

দিল্লি বিধানসভার নির্বাচনে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মুকুল রায় ?

বঙ্গ-বিজেপির অন্দরে গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন-ই ভাসছে৷ দিল্লির বাঙালি-অধ্যুষিত একটি আসনেই নাকি পদ্ম-প্রতীকে প্রার্থী হচ্ছেন মুকুল৷ এই গুঞ্জনের ভবিষ্যত কী, তা জানা যাবে দু-একদিনের মধ্যেই৷ তবে দিল্লি-ভোটে মুকুল রায়ের প্রার্থী হওয়ার জল্পনা বেশ জাঁকিয়েই বসেছে বিজেপির অন্দরে৷

২০১৭ সালের শেষের দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ সেই সময়ই সংবাদমাধ্যমে বিজেপির শীর্ষনেতারা ঘোষনা করেছিলেন, মুকুল রায়কে দিল্লি বিজেপির সদস্যপদ দেওয়া হয়েছে৷ দিল্লি বিজেপির সভাপতি মনোজ তেওয়ারি নিজে মুকুলের হাতে বিজেপির দিল্লি শাখার সদস্যপদের নথিও তুলে দিয়েছিলেন৷ এরপর মুকুল রায় বাংলার ভোটার তালিকা থেকে নিজের নাম কাটিয়ে দিল্লির ভোটার হয়ে যান৷ বর্তমানে তিনি দিল্লির-ই ভোটার৷ সরকারিভাবে তাঁর স্থায়ী ঠিকানাও দিল্লির-ই৷

বিজেপি সূত্রের খবর, দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা চিত্তরঞ্জন পার্ক অথবা অন্য কোনও আসনে মুকুল রায়কে বিজেপির প্রাথী করার কথা নাকি ভাবা হচ্ছে৷
ভোট-বিশেষজ্ঞ হিসাবে মুকুলবাবুর সুনাম আছে৷ সেই ‘সুনাম’কে কাজে লাগিয়ে মুকুলবাবু জয়ী হলে, আখেরে লাভ দল এবং মুকুল রায়, উভয়েরই৷

এমনিতেই দিল্লিতে বিজেপির অবস্থা ভালো নয়৷ অনেককিছু খতিয়ে দেখেই বিজেপি প্রার্থী বাছাই করছে৷ মোট ৭০ আসনের মধ্যে আপাতত ৫৭ আসনের জন্য প্রাথী ঘোষিত হয়েছে৷ বাকি ১৩ আসনের প্রার্থী তালিকার
মধ্যেই নাকি দেখা যাবে মুকুল রায়ের নাম৷
বঙ্গ-বিজেপির শীর্ষস্তরের এক নেতা শুক্রবার বলেন, “এমন হলে তো ভালোই হয়৷ এমনিতেই এ রাজ্যে এ মুহুর্তে মুকুল রায়ের তেমন কিছু কাজ নেই৷ কোনও দায়িত্বেও উনি নেই৷ গ্রেফতারি এড়াতে বিভিন্ন থানা আর আদালতে ছুটে বেড়াচ্ছেন৷ এই পরিস্থিতিতে দিল্লি রাজনীতিতে পা রাখলে মুকুল যায় নিজে এবং দল বিজেপি, উভয়েই তো উপকৃতই হবে”৷

এখন দেখার, এই গুঞ্জন নেহাতই গুঞ্জন, নাকি সত্যতাও আছে৷

আরও পড়ুন-নাগরিকত্ব আইনের প্রতিবাদে শহিদ মিনারে সোমবার সভা সিপিএমের

Previous articleনাগরিকত্ব আইনের প্রতিবাদে শহিদ মিনারে সোমবার সভা সিপিএমের
Next article৯৭ বছর বয়সে পঞ্চায়েত প্রধান বিদ্যা দেবী