Saturday, August 23, 2025

৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী, CAA-র বিরুদ্ধে পদযাত্রা, নেতাজি-স্মরণ

Date:

চারদিনের দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২২ জানুয়ারি দার্জিলিংয়ে CAA-র বিরুদ্ধে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি দার্জিলিংয়ের ম্যালে রাজ্য সরকার আয়োজিত নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবারের নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলবেন, “১৯৪০ সালের ১২ মে নেতাজি বলেছিলেন, ‘‌সন্ন্যাসী- সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কুলষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন। এদের কথা শুনবেন না।” নেতাজির এই কথাই মমতা এবার তুলে ধরবেন৷

মুখ্যমন্ত্রীর ইচ্ছায় গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার দার্জিলিংয়ের ম্যালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করে৷ মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে যোগ দেন৷ ওদিকে, প্রশাসনিক সূত্রে খবর, ২১ তারিখ মুখ্যমন্ত্রী বিভিন্ন জনজাতিদের বোর্ড, GTA কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কথাও বলতে পারেন।

মুখ্যমন্ত্রীর এই ৪ দিনের সফরে একাধিক কর্মসূচি রাখা হয়েছে৷ বিমানে বাগডোগরায় নেমেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। সেখান থেকে যাবেন দার্জিলিংয়ের রিচমন্ড হিলে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন মুখ্যমন্ত্রী দার্জিলিং থাকবেন। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী CAA- বিরোধিতায় পদযাত্রায় করবেন। ২৩ জানুয়ারি ম্যালে রাজ্য সরকারের নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানেও অংশ নেবেন৷
২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন। রাতে থাকবেন উত্তরকন্যার গেস্ট হাউস কন্যাশ্রীতে। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা হয়ে বিমানে কলকাতা ফিরবেন৷

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version