দোলে বসন্তোৎসব নয় শান্তিনিকেতনে!

মহাষ্ঠমীতে অঞ্জলি, লক্ষ্মীপুজোর নাড়ু আর পৌষ পার্বনের পিঠেপুলির মতোই শান্তিনিকেতনের

বসন্তোৎসব- বঙ্গজীবনের অঙ্গ। কিন্তু এবার সেই আনন্দে ইতি পড়তে চলেছে। শান্তিনিকেতনে দোলের অনেক আগেই বসন্তোৎসবের আয়োজন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবছর দোল ১০ মার্চ। কিন্তু তার ২০ দিন আগেই উৎসবের আয়োজন পালিত হবে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর। ১৮ ফেব্রুয়ারি বসন্ত বন্দনার সময়ই বসন্তোৎসবের আয়োজন করা হচ্ছে।
শুধু দিন পরিবর্তনই নয়, বসন্তোৎসব সীমাবদ্ধ থাকবে, বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মীদের মধ্যে। তবে অনুষ্ঠান কোথায় হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সম্প্রতি পৌষ মেলা নিয়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ সেই কারণেই বসন্তোৎসব নিয়ে এই অবস্থান নেওয়া হয়েছে বলে খবর। তবে, বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বভারতীর আশ্রমিক থেকে অধ্যাপক, পড়ুয়ারা। কিন্তু রুষ্ট শান্তিনিকেতনে হোটেল ব্যবসায়ী থেকে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি নন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে গরিমা নষ্ট হচ্ছে। এই নিয়ে উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

Previous articleকেন ফাঁসির দেরি, ক্ষোভ নির্ভয়ার মার
Next articleবিধানসভায় পাশ হবে CAA বিরোধিতার বিল, জানালেন মুখ্যমন্ত্রী