রাজপরিবারের রাজকীয় ভার বহন করে চলতে গভীর অনীহা। তাঁরা থাকতে চান স্বাধীনভাবে রাজকীয় ভারমুক্ত হয়েই। তাই এবার থেকে আর ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় উপাধি ব্যবহার করবেন না রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। দুজনেই জানিয়েছেন, এখন থেকে আর রাজপরিবারের উপাধি ‘ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স’ ব্যবহার করবেন না তাঁরা। তাঁদের বার্কশায়ারের বাড়ি মেরামত করতে রাজকোষের খরচ হওয়া 24 লক্ষ ইউরো অর্থাৎ 19 কোটি টাকাও রাজকোষে ফিরিয়ে দেবেন তাঁরা। এখন থেকে বেশিরভাগ সময় তাঁরা কানাডা ও উত্তর আমেরিকাতেই কাটাবেন। রাজকীয় দায়িত্ব পালন থেকেও অব্যাহতি চেয়েছেন রানির নাতি ও তাঁর অভিনেত্রী স্ত্রী। এই বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণের পর ব্রিটেনের বাইরে থাকাকালীন তাঁদের নিরাপত্তার খরচ করদাতাদের অর্থ থেকে দেওয়া হয় কিনা সেটা দেখার।
