হাতের লেখা সুন্দর করতে নতুন পদক্ষেপ শিক্ষা দফতরের

হাতের লেখাতেই নাকি পরিচয় পাওয়া যায়। অনেক পরিবার আছে হাজার চেষ্টা করলেও তারা নিজের হাতের লেখা বদলাতে পারে না। সবার হাতের লেখা সমান নয়। কেউ কেউ হাতের লেখায় মানুষের নজর কাড়ে। আবার কেউ কেউ তাতে ব্যর্থ। আবার অনেক মেধাবীদের জন্য জঘন্য হাতের লেখাই বাধা হয়ে দাঁড়ায়। আর এই কারণেই কোন ব্যায়াম করলে আঙুলের জড়তা কাটবে, তারই শিক্ষা দেবে প্রাথমিক স্কুল।

শিক্ষা দফতরের দাবি, এই ব্যায়ামেই কাটবে হাতের লেখার সমস্যা। ছোট থেকেই যদি হস্তাক্ষর উন্নত না করা হয়, তাহলে বড়বেলায় ভুগতে হবে ছাত্রছাত্রীদের। এমনই মত বিশেষজ্ঞদের। তাই সিলেবাস কমিটির পরিকল্পনায় এবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের ক্লাসেই ব্যায়াম শিখিয়ে হাতের লেখার উন্নতি করানোর চেষ্টা করা হবে। স্বাস্থ্য ও শারীরশিক্ষার বইয়ে ছবি সহ তা দেওয়া হয়েছে।

Previous articleমোদির বঞ্চনার জবাব দিতে তৈরি মমতা, ‘ঐক্যশ্রী’তে রাজ্যজুড়ে আবেদন ৪৬ লক্ষ
Next articleমোদির কেন্দ্রের কাশী বিশ্বনাথ মন্দিরে এবার চালু হচ্ছে ‘‌ড্রেস কোড’‌, শুরু বিতর্ক