নতুন দিল্লি বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কেজরিওয়ালের বর্ণাঢ্য রোড-শো শুরু হচ্ছে বাল্মিকী মন্দিরের সামনে থেকে। রোড-শো শেষ করেই মনোনয়ন জমা দেবেন কেজরিওয়াল। রোড-শো শুরুর আগে অতীতের কথা ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, এই সেই মহর্ষি বাল্মিকীর মন্দির, যার সামনে দাঁড়িয়ে 2013 সালে রাজনীতির নোংরা সাফ করব বলে হাতে ঝাঁটা তুলে নিয়েছিলাম। প্রসঙ্গত, ঝাঁটা হল আপের দলীয় প্রতীক, যা নিয়ে আজ ফের বাল্মিকী মন্দির থেকেই শুরু আপের প্রচার যাত্রা।