যা পারেন করুন, সিএএ প্রত্যাহার হবে না: মমতাকে অমিত শাহ

লক্ষ্ণৌতে জনসভায় অমিত শাহ বলেছেন,” দেশের কোনো ভালো কাজ মমতাদি, রাহুল, অখিলেশ, মায়ারা সহ্য করতে পারেন না। মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবেন। এতে আপত্তি কীসের মমতাদির? একসময় আপনিই তো এদের নাগরিকত্বর দাবি করতেন। আপনারা যে যা পারেন করে নিন, কোনো অবস্থায় সিএএ প্রত্যাহার হবে না।”

আরও পড়ুন-পার্থর বাড়িতে আবার বৈশাখী, কী কথা হল? রত্নার নামেই বা কী বললেন?