আজ রাজভবনে রাজ্যপালের সর্বদল, থাকছে না তৃণমূল কংগ্রেস

আজ রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠক। বিকেল চারটেতে রাজভবনে বৈঠক। বৈঠকে তৃণমূলের তরফে কেউ থাকবে না তা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগেই পরিষ্কার করে দিয়েছেন। প্রথমে ১৭ জানুয়ারি বৈঠকের দিন স্থির হয়। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান থাকতে পারতেন না। আবার কেরলে কেন্দ্রীয় কমিটির বৈঠকের কারণে থাকতে পারতেন না সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। দুই বিরোধী দল না থাকায় বৈঠক মূল্যহীন হয়ে পড়ত। সেই কারণে বৈঠক আজ, ২১ জানুয়ারিতে পরিবর্তিত হয়। থাকবেন বামফ্রন্টের অন্য দলের প্রতিনিধি ও বিজেপিও। মূলত গণপিটুনি রোধে বিল ও তফশিলি জাতি-উপজাতি কমিশন বিল নিয়ে সব দলের বক্তব্য শুনবেন রাজ্যপাল।

Previous articleছাত্র ছিলেন না বলেই ছাত্রসমাজকে বোঝেন না, মোদিকে কটাক্ষ নাসিরুদ্দিনের
Next articleমুখ্যমন্ত্রীর ক্যামেরায় তোলা অসাধারণ প্রকৃতি