লাল হলুদের কোচের দৌড়ে এগিয়ে করিম বেঞ্চেরিফা !

ডার্বি হেরে লিগে সাত নম্বরে থাকা ইস্টবেঙ্গল এমনিতেই চাপে। সেই চাপ আরও বাড়িয়ে সরে দাঁড়িয়েছেন কোচ আলেজান্দ্রো। জানিয়েছেন, ইস্তফার কারণ ব্যক্তিগত সমস্যা। কিন্তু তাঁর ছেড়ে যাওয়া আসনে বসার জন্য কে এগিয়ে, তা্ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে তিন কোচের নাম।গত মরশুমে আলেজান্দ্রোর সহকারি কোচ ছিলেন মারিও। তাঁর আলেজান্দ্রোর মতোই উয়েফা প্রো লাইসেন্স রয়েছে।
তবে এই দৌড়ে এগিয়ে আছেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চেরিফা । বেঙ্গালুরুর প্রাক্তন কোচ অ্যােশলে ওয়েস্টউডের নামও ঘোরাফেরা করছে। তিনজনেই ফোনে কথা বলেছেন কোয়েস কর্তাদের সঙ্গে।যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কিন্তু কেন পদত্যাগ করলেন আলেজান্দ্রো ? কাননা ডার্বি হারার পর তাঁর স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করেননি। শোনা যাচ্ছে, তিনি বুঝেছিলেন চেন্নাই ম্যাচে হারলে মার্কোস, মার্টিকে সরানোর দাবি উঠবে। সঙ্গে অবনমনের আওতায় পড়বে দল। তখন তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি বুঝে তাই আগে সরে দাঁড়ালেন।
কোয়েস কর্তারা জানান, আলেজান্দ্রোর জায়গায় দলের দায়িত্ব বিদেশি কোচের হাতেই তাঁরা দিতে চান।

Previous articleএবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রশান্ত কিশোর! কারণটা কী?
Next articleপোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে ভাবনা সরকারের