প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ভারতীয় নাগরিক?

তথ্য জানার অধিকার আইনে এমনই এক আবেদন জমা পড়েছে৷ আবেদনকারী কেরলের এক বাসিন্দা, নাম জোস কাল্লুভিটিল।
CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই তথ্য জানার অধিকার আইনে এই তথ্য চেয়ে বসেছেন কেরলের জোস কাল্লুভিটিল।

কেরলের ত্রিসূর জেলায় থাকেন জোস কাল্লুভাটি। 13 জানুয়ারি তথ্য জানার অধিকার আইনে ওই আবেদন করেছেন। আবেদনে প্রধানমন্ত্রীর নাগরিকত্বের প্রামাণ্য নথি দেখতে চেয়েছেন। চালক্কুডি পুরসভার জনসম্পর্ক আধিকারিকের কাছে আবেদন করেছেন কাল্লুভাটি।
