CAA: স্থগিতাদেশ নয়, সাংবিধানিক বেঞ্চ গঠন, কেন্দ্রকে চার সপ্তাহ সময়

CAA অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি বলেন, এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য না শুনে আমরা কোনও স্থগিতাদেশ দিতে পারি না। কেন্দ্রকে বক্তব্য জানানোর জন্য চার সপ্তাহ সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে এই ইস্যুতে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠনের কথা বলেছে বিচারপতি বোবদে, গাভাই ও সূর্যকান্তের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অসম ও ত্রিপুরা সরকারের আর্জি নিয়ে পৃথক শুনানি হবে। বুধবার নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে জমা পড়া 144 টি পিটিশনের উপর শুনানি হয় সুপ্রিম কোর্টে।

 

Previous articleCAA-সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে দেশজুড়ে জনসভা রাহুল গান্ধীর
Next articleদলের বড় দায়িত্ব পেয়ে ওড়িশা যাচ্ছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়