হেলমেট না পড়লে চাকা ঘুরবে না ই-বাইকের, দাবি আবিষ্কর্তা বাঙালি যুবকের

মোটরবাইক এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে।যদিও দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোলের দাম।বাইক প্রেমীদের আশ্বস্ত করে এমন একটি তৈরি করা হয়েছে যাতে লাগবে না পেট্রোল, লাগবে না ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুৎ।সৌরশক্তি চালিত এই বাইক ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। এই বাইকটি সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হেলমেট। চালক হেলমেট না পড়লে এই বাইকের চাকা ঘুরবে না। হেলমেটের সঙ্গে ওয়াইফাই সংযোগ রয়েছে বাইকের। চালক হেলমেট পড়েছেন কিনা একটি সেন্সরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরেই ছুটবে বাইক।

এক বাঙালি যুবকের হাত ধরে এমনই একটি ই-বাইক তৈরি হয়েছে, যে বাইকটি সৌর শক্তির মাধ্যমে চার্জ হবে। একবার সম্পূর্ণ চার্জ করলে এই বাইক চলবে ২৫০ কিলোমিটার পর্যন্ত। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। আবার এই বাইক সৌরশক্তিচালিত ই-বাইক হলেও অন্যান্য বাইকের মতোই একেবারে স্টাইলিশ ও অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি যুক্ত। রয়েছে ‘অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস’, হেডলাইট সেন্সর-সহ বাকি সবরকম অত্যাধুনিক প্রযুক্তি।

নিশ্চয়ই ভাবছেন কে তৈরি করল এমন বাইক? অত্যাধুনিক স্টাইলিশ ই- বাইকটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালির বাসিন্দা শুভময় বিশ্বাস।কলকাতায় চলতি সপ্তাহে আয়োজিত বিজ্ঞান মেলায় এই বাইকটি প্রদর্শিত হয়।

Previous articleআজাদি শ্লোগান দিলেই দেশদ্রোহী, সাফ জানালেন যোগী
Next articleমহাকাশে যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’কে পাঠাবে ইসরো