ডার্বির পরেও অপ্রতিরোধ্য মোহনবাগান। সমতল থেকে পাহাড়, জয়ের ধারা অব্যাহত। নেরোকাকে ৩-০ গোলে হারাল ভিকুনার দল। ফলে আই লিগে শীর্ষ স্থান অটুট সবুজ-মেরুণের। তিন গোলই তিন বিদেশির।
নব্বই মিনিটে গোল করলেন নাওরেম, পাপা দিওয়ারা ও তুরসুনভ। গোল পেলেন, ফর্মে ফিরে দলকে স্বস্তি দিলেন বাবা। প্রথমার্ধের ২৭মিনিটে প্রথম গোল নাওরেমের। প্রথম ৪৫ মিনিট শেষ হল ১-০ তে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও সেই নাওরেম। তার দুরন্ত ক্রস থেকে গোল করলেন বাবা। ম্যাচের ইনজুরি টাইমে গোল করলেন তুরসুনভ। ডার্বির পরের ম্যাচগুলিতে বড় দলগুলি বারবার লাট খায়। বাগান সেই রেকর্ডও ভাঙল।
৯ম্যাচে সবুজ-মেরুণের পয়েন্ট ২০। ৩১শে ম্যাচ চেম্নাই সিটির বিরুদ্ধে। আই লিগ যেন হাতছানি দিচ্ছে।