Monday, August 25, 2025

মোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল আরজেডি সাংসদের !

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল এক সাংসদের৷ শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ বিহারের আরারিয়া জেলার এই ঘটনায় সর্বত্র হাসির রোল৷ এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখছিলেন আরজেডি-র রাজ্যসভার সাংসদ আশফাক করিম৷ গরমাগরম ভাষণ দিয়ে মোদিকে তুলোধোনা করবেন বলে সবে দু-চারটে কথা বলা শুরু করেছেন, ঠিক এমন সময় ঘটল বিপর্যয়৷ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তাঁর কোমর থেকে খুলে যায় প্যান্ট৷ যদিও তড়িঘড়ি গোড়ালি থেকে প্যান্ট টেনে তুলে ফের ভাষণ শুরু করেন করিম৷ তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে৷ সেখানে উপস্থিতি সংবাদমাধ্যম ও অন্যান্যদের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে যায়৷ জনতার মাঝেও ওঠে হাসির রোল৷
সিএএ আইন কতটা বৈষম্যমূলক তারই ব্যাখ্যা দিচ্ছিলেন করিম মঞ্চে দাঁড়িয়ে। এই আইনের মাধ্যমে মোদি সরকার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত প্রত্যেককে নাগরিকত্ব দেবে, তবে বাদ যাবেন মুসলিমরা। এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলার সময় ঘটে যায় ওই মজার ঘটনাটি। তাঁর পরনের প্যান্টটি খুলে গেলেও বক্তৃতা থামাননি করিম। নিজেই নীচু হয়ে প্যান্ট তুলে নেন এবং পাশের একজন দলীয় কর্মী তাঁকে সহায়তা করে। হাত দিয়ে কর্মীকে ইশারা করেন করিম।
ভিডিওটি বিজেপি নেতা তথা দিল্লি নির্বাচনের অন্যতম প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা ট্যুইট করেন। সেই সঙ্গে বাগ্গা কটাক্ষ করেন, এই ঘটনার জন্যও বোধহয় মোদিকে দায়ী করা হতে পারে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version