একাধিক মহিলারসঙ্গে দেখা গেল অভিনেতা সইফ আলি খানকে। বান্ধবীদের সঙ্গে কখনও রিসর্টে কখনও বা বাড়িতে দেখা গেল সইফকে। এইভাবেই চলছিল তাঁর জীবন। তবে দেখে নিন কী কী করলেন তিনি…

বিষয়টি দারুণ। সইফ আলি খানের নতুন সিনেমা ‘জওয়ানি জানেমন’ মুক্তি পাচ্ছে ৩১ জানুয়ারি। সিনেমা মুক্তির আগে প্রকাশ্যে ‘ওলে ওলে’ গান। জওয়ানি জানেমন-এর গান ওলে ওলে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। এই সিনেমায় সইফের সঙ্গে একাধিক মহিলা অভিনেত্রীকে দেখা যায়। প্রসঙ্গত, এই সিনেমায় সইফ আলি খান এবং আলিয়া ফার্নিচারওয়ালর সঙ্গে রয়েছেন তব্বুও।
আরও পড়ুন-খোঁজ মিলল মুঘল বংশের উত্তরসূরিদের, কীভাবে কাটছে তাঁদের জীবন?
