জেএনইউতে আন্দোলনের জয়

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দীর্ঘ আন্দোলনের জয়। ফিজ বৃদ্ধি রুখতে দ’মাসের বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছিল পড়ুয়ারা। মামলা হয়েছিল দিল্লি হাই কোর্টে। শুক্রবার দিল্লি হাইকোর্ট মামলার শুনানিতে অন্তর্বর্তী রায়ে জানিয়ে দিল আপাতত পুরনো ফিজেই সেমেস্টার পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। নাম নথিভুক্ত করতে হবে এক সপ্তাহের মধ্যে। দেরি হলেও দিতে হবে না লেট ফিজ। স্বাভাবিকভাবেই রায়কে স্বাগত জানালো জেএনইউ ছাত্র সংসদ। আদালত গরিব পড়ুয়াদের স্বস্তি দিয়েছে। দীর্ঘ আন্দোলনের সাফল্য, বললেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ।