তৃণমূলে উদ্বাস্তু সেল, দায়িত্বে মুকুল

প্রথমে পুরভোট, আর তারপর বিধানসভা ভোট। এই দুই নির্বাচনকে পাখির চোখ করে উদ্বাস্তু সেল তৈরি করল তৃণমূল। আর এই উদ্বাস্তু সেলের মাথায় বসলেন মুকুল বৈরাগ্য। লোকসভায় আসন হারানোর পিছনে অন্যতম একটি কারণ অবশ্যই উদ্বাস্তু ভোট। তাই সেই জায়গা মেরামত যেমন লক্ষ্য, তেমনি বিজেপির মিথ্যাচার রুখে দিতেও এই সেল কাজ করবে। পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, আহ্বায়ক উদ্বাস্তুদের সমস্যা, অভিযোগ নিয়ে কাজ করবেন। দায়িত্ব পেয়ে মুকুল বলেন, তৃণমূল ভরসা করেছে আমার উপর। আশা করি দায়িত্ব পালনে সফল হব।

Previous articleBREAKING: এগিয়ে আসছে বইমেলার উদ্বোধন! কিন্তু কেন?
Next articleজলপাইগুড়ি জেলা হাসপাতাল হচ্ছে মেডিক্যাল কলেজ, রাজ্যই জানে না!