আলেজান্দ্রোর  জার্সি নিয়ে অভিনব সেলিব্রেশন লাল-হলুদের

চেন্নাই সিটিকে হারালো ইস্টবেঙ্গল। কিন্তু বিদায়ী কোচ আলেজান্দ্রো গার্সিয়ার দশ নম্বর জার্সি নিয়ে ফুটবলারদের সম্মান জানানোই সেরা বিজ্ঞাপন হয়ে রইল খেলার মাঠে। বিদায় নেওয়ার আগে সমর্থকদের বলে গিয়েছিলেন, তোমরা আমার দশ নম্বর জার্সি হয়েই থাকবে। তাই জেসিটিকে ২গোলে হারিয়ে স্প্যানিশ স্যরকে এই ভাবেই শ্রদ্ধা জানাল টিম লাল হলুদ। চেন্নাই সিটিকে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। উঠে এলো চার নম্বরে। স্পেনে বসে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখে অশ্রুসিক্ত গার্সিয়া ছবিটি নিজের অ্যাকাউন্টে পোস্ট করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন লাল-হলুদকে। শনিবার মার্কোস ও কোলাডোর গোলে জেতে ইস্টবেঙ্গল।