করোনা ভাইরাসে চিনে মৃত্যু ৪১, ভারতীয়দের ফেরাতে উদ্যোগ

১৭ থেকে লাফিয়ে ৪১। করোনা ভাইরাস হানায় লাফিয়ে বাড়ছে চিনে মৃতের সংখ্যা। আক্রান্ত প্রায় এক হাজার। সন্দেহের তালিকায় আরও দু’হাজার। ২৩৭ জনের অবস্থা শঙ্কাজনক বলে জানা গিয়েছে। এর মাঝে নয়া দিল্লি চিনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে দিতে বেজিংকে অনুরোধ করল। ইতিমধ্যে আমেরিকার ২৩০জন কূটনীতিককে ফেরানো হয়েছে। ভারতও চায় উহান ও হুবাই প্রদেশে পড়তে যাওয়া ৭০০ ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে নিতে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা বৈঠক করেছেন পিএমও-র প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্রর সঙ্গে। ভারতে এখনও এই রোগের সংক্রমণ দেখা না গেলেও কেরলে ৯০জন ও আরও ৭জনকে নজরদারিতে রাখা হয়েছে।

আজ চিনা নববর্ষ। কিন্তু রাস্তাঘাট, পার্ক, দোকান, মল, সিনেমা হল সবই ফাঁকা। শুধু লম্বা লাইন ওষুধের দোকানে। মোট ১৮টি শহরের ৫কোটি ৬০লক্ষ মানুষকে তালাবন্দি করা হয়েছে। বিমান, ট্রেন, বাস এই শহরে বন্ধ। চিনে জরুরি অবস্থা জারি না হলেও হংকংয়ে জরুরি অবস্থা জারি হয়েছে।

Previous articleপিছনে উলফা? অসমে পরপর পাঁচ বিস্ফোরণ
Next articleআলেজান্দ্রোর  জার্সি নিয়ে অভিনব সেলিব্রেশন লাল-হলুদের