পিছনে উলফা? অসমে পরপর পাঁচ বিস্ফোরণ

সাধারণতন্ত্র দিবসের সকালেই পরপর বিস্ফোরণ অসমে। সকালে এক ঘন্টার মধ্যে পাঁচটি বিস্ফোরণ হয়, যার মধ্যে দুটি আইইডি বিস্ফোরণ হয় ডিব্রুগড়ে। আর তিনটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে সোনারি, দুলিয়াজান ও ডুমডুমাতে। তবে বিস্ফোরণে কোনও হতাহতের খবর মেলেনি। মুখ্যমন্ত্রী সর্বনানন্দ সোনাওয়াল বলেন, জঘন্য এই কাজ সন্ত্রাসবাদী নিষিদ্ধ উলফা গোষ্ঠীর। মানুষের মনে আতঙ্ক তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযুক্তদের ছাড়বে না।

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (স্বাধীন) ২৬শে ধর্মঘটের ডাক দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কটের আর্জি জানায়। দু’দিন আগে উলফার ৫০ সদস্য সহ ৬৪৪জন জঙ্গি আত্মসমর্পণ করে। রাজ্য সরকারের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে মরিয়ে হয়ে জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে।

Previous articleবিজেপিতে অস্বস্তি বাড়াচ্ছেন নেতাজির নাতি, এবার কি দল ছাড়ছেন!
Next articleকরোনা ভাইরাসে চিনে মৃত্যু ৪১, ভারতীয়দের ফেরাতে উদ্যোগ