বাল্য বিবাহে ‘জিরো ট.লারেন্স’! অসমে পুলিশি অ.ভিযানে গ্রে.ফতার সহস্রাধিক

বিজেপি শাসিত অসমে বাল্যবিবাহ আইন ভাঙায় পুলিশের হাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১০৩৯। বাল্যবিবাহ আইন ভাঙালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বছর শুরুতেই এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপরই গত ফেব্রুয়ারি মাসে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

বাল্যবিবাহের বিরোধী অভিযানে নতুন করে গ্রেফতারির কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এক্সে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “বাল্য বিবাহ ঠেকাতে অভিযান চালিয়েছে পুলিশ। অসম পুলিশের বিশেষ অভিযানে ৮০০ বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” অসমের মুখ্যন্ত্রীর দাবি, গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। প্রসঙ্গত, গত ১১ সেপ্টম্বর অসম বিধানসভায় হিমন্ত জানান, “বাল্যবিবাহ বিরোধী অভিযানে ৩৯০৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।”

আরও পড়ুন- অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি প্রাক্তন উপাচার্যদের

Previous articleনোবেল পুরস্কারে বিজ্ঞানীদের জয়জয়কার, এবার সম্মানিত তিন পদার্থবিদ
Next articleটানা বৃষ্টি ও ব্যারেজ থেকে ছাড়া জলে বি.পর্যস্ত বাংলা! বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়