Friday, December 19, 2025

টলি পাড়ায় ভোটযুদ্ধে রাজনৈতিক দামামা

Date:

Share post:

টলি পাড়ায় ভোটযুদ্ধ। আগামী ৯ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের নির্বাচন। আর সেই নিয়ে অন্দরে চলছে নানা হিসাব-নিকাশ। এতদিন টলি পাড়ায় সেভাবে ছিল না রাজনীতির রঙ। এবার সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপিতে নাম লেখানো শিল্পী ও কলাকুশলীরা।

ভোট হবে ১৭টি পদে। সব ক’টি পদেই প্রার্থী দিয়েছে বিজেপিপন্থী শিল্পীরা। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের কমিটিতে প্রসেনজিৎকে না রাখার পরেই দূরত্ব বাড়তে থাকে তাঁর সঙ্গে ফোরামের। তিনি পদত্যাগ করেন। এবার তাঁর পদে প্রার্থী হয়েছেন তিন শিল্পী — অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অভিনেতা ভরত কল ও অভিনেত্রী অঞ্জনা বসু। অঞ্জনা বিজেপিতে যোগ দিয়েছেন। ভরত কলকে তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে। আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। সহকারী সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন বিজেপিপন্থী অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এই পদেই তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী মানালি দে। এছাড়াও কার্যকরী সদস্য পদের লড়াইয়ে নামছেন বিজেপিপন্থী অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৌশিক চক্রবর্তী এবং অভিনেতা অরিন্দম হালদার ওরফে লামা। অভিনেত্রী রূপার দাবি, লড়াইটা শিল্পীদের মধ্যে হোক। স্বরূপ বিশ্বাসের মতো ব্যক্তি, যিনি ইন্ডাস্ট্রির কার্যত কেউ নন, অথচ ফেডারেশনের সভাপতি, তিনি কতখানি গ্রহণযোগ্য, তা শিল্পীরাই ঠিক করবেন। অভিনেতা ভরত কল অবশ্য স্বরূপের পাশেই দাঁড়িয়েছেন। রূপার পাল্টা তাঁর বক্তব্য, ফেডারেশন মনে করলে স্বরূপকে জেতাবে।

মনোনয়নপত্র দাখিল শেষ। চলছে প্রচার, পাল্টা প্রচার। অভিনেতাদের লড়াইয়ে এবার রাজনৈতিক যুদ্ধের আঁচ। দেখার বিষয় দখল নেন কারা!

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...