KMC VOTE 58 : তৃণমূল প্রার্থী-ই ফ্যাক্টর

কলকাতা পুরসভার খসড়া সংরক্ষণ তালিকায় ৫৮ নম্বর ওয়ার্ডটিকে তফশিলিদের জন্য সংরক্ষিত করা হয়েছে৷

জানা গিয়েছে, তাতে চূড়ান্ত তালিকায় এর কোনও হেরফের হচ্ছে না৷ এই ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এখন মেয়র পারিষদ৷ ওয়ার্ডটি সংরক্ষিত হলে তিনি আর প্রার্থী হতে পারবেন না৷ স্বপন সমাদ্দার এর আগে ফুলবাগান-কাঁকুড়গাছি সংলগ্ন ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন৷ ৫৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর শম্ভুনাথ কাউ ২০১৩ সালে এক তৃণমূল কর্মী খুনের মামলায় গ্রেফতার হন৷ দল তাঁকে বহিষ্কার করে৷ তৎকালীন মেয়র 58 নম্বর ওয়ার্ডের পুর-পরিষেবার কাজ তদারকির দায়িত্ব দেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে৷ তখনই প্রথম স্বপন যুক্ত হন ৫৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে৷ ওদিকে ২০১৫ সালের পুরভোটে স্বপনের ৩০ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যায়৷ ফলে ওয়ার্ডহীন স্বপন সমাদ্দারকে পুনর্বাসন দেওয়া হয় বাসস্থান থেকে অনেক দূরের ৫৮ নম্বর ওয়ার্ডে৷
এদিকে এবার ৫৮ নম্বর ওয়ার্ডও সংরক্ষিত হওয়ায় স্বপন প্রার্থী হতে পারছেন না৷ ফলে ৫৮-তে তৃণমূলকে এবার নতুন প্রার্থী দিতে হবে৷ এই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দাবি, পুরভোটে এই ওয়ার্ডের কাউকে প্রার্থী করা হোক৷ এলাকায় জল্পনা চলছে একাধিক নাম নিয়ে৷ এলাকায় ঘুরলেই কানে আসবে, অন্য এক ওয়ার্ডের কাউন্সিলর, এবার তার ওয়ার্ডও সংরক্ষনের কোপে পড়ছে, সেই কাউন্সিলর এই ৫৮-তে প্রাথী হতে তৎপর হয়েছেন৷ স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, ৫৮ নম্বর ওয়ার্ডকে কি তৃণমূলের “পুনর্বাসন” কেন্দ্র ? এলাকার নেতা-কর্মীরা বছরের পর বছর প্রার্থী হওয়ার সুযোগই পাবে না?

লোকসভা ভোটে ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে৷ বিজেপি এই ওয়ার্ডে যে জাঁকিয়ে বসেছে, তা লোকসভা ভোটের ফলাফলেই প্রমানিত৷ এই পরিস্থিতিতে ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাছাইয়ের বিষয়টি বড়সড় ফ্যাক্টর হতে পারে৷
ওয়ার্ড ফের দখলে আনতে মরিয়া কর্মীরা৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে দলের প্রার্থী কে হবেন, তার ওপর৷ বিজেপিও লোকসভার ভোটের ফল ধরে রাখতে মরিয়া৷ ক্ষুব্ধ নেতা-কর্মীর সংখ্যা বাড়লে লাভ বিজেপির৷ বিজেপি নিশ্চিত, তৃণমূলের প্রার্থীর নাম ঘোষনা হলে ক্ষোভের সঞ্চার হবেই৷ আর ওই ‘হতাশ’ তৃণমূল কর্মী- নেতারা প্রকাশ্যে না হোক, গোপনে তাদেরই পাশে থাকবে৷

Previous articleচাহ্বাল হ্যালো বলতেই গ্যাপ্টিল বললেন… হায় গা…ড…!
Next articleঅবশেষে মুখ খুললেন, ধর্ম নিয়ে বিজেপিকে কী বার্তা দিলেন শাহরুখ!