‘লিড’ না দেওয়া কাউন্সিলর এবং তৃণমূল, কণাদ দাশগুপ্তর কলম

অনেকেরই মনে আছে লোকসভা ভোটের আগে তৃণমূল-শীর্ষনেতৃত্ব একরকম হুঁশিয়ারি দিয়েই বলেছিলো, কলকাতায় দলের কোনও কাউন্সিলর ‘লিড’ দিতে না-পারলে আগামী পুরভোটে তাঁকে প্রার্থী করা হবে না।

খুবই সঙ্গত এবং যুক্তিসঙ্গত ‘হুঁশিয়ারি’৷ ২০১৯-এর লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে ছিলো অসম্ভব গুরুত্বপূর্ণ৷ বিজেপি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছিলো৷ কলকাতায়
তৃণমূলস্তরের কাউন্সিলরদের মধ্যে যারা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় যারা ব্যর্থ হয়েছেন, ধরে নেওয়া যেতেই পারে, এলাকায় তাঁদের অনেকেই গ্রহনযোগ্যতা হারিয়েছেন৷
তৃণমূল সুযোগ দিয়েছিলো বলেই যারা কাউন্সিলর হতে পেরেছিলেন, দাপট বেড়েছে, বৈধ-অবৈধ প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছেন৷ অথচ, ২০১৯ সালে দলের তুলনামূলক কঠিন সময়ে তাঁরা দলের কাজে লাগতে ব্যর্থ হয়েছেন৷ সেই ব্যর্থতার ‘শাস্তি’ দিতে দল যদি এবার সত্যিই ইচ্ছাপ্রকাশ করে, কোনও অবিচার-ই করবেনা৷

লোকসভা ভোটে কলকাতা পুর এলাকার ফলাফলে স্পষ্ট, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও কলকাতার মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৫০-৫৫ জন তৃণমূল কাউন্সিলরই নিজেদের ওয়ার্ডে পিছিয়ে আছেন৷ ফলে, ভোটের আগে দলের সেই ফরমান মানতে হলে কার্যত ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে৷ ‘হেরে যাওয়া’ তৃণমূল কাউন্সিলররা ভোটের আগে বুঝতেই পারেননি গেরুয়া-ঝড় এই কলকাতাতেও এত তীব্র৷
অথচ গত পুরসভা এবং বিধানসভা নির্বাচনে এই সব ওয়ার্ডে তৃণমূল জিতেছিলো ১০০০ থেকে ১৫ হাজার পর্যন্ত ভোটে।
তাহলে কি এই কাউন্সিলররা
জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? মুষ্টিমেয় কয়েকজনকেই গোটা ওয়ার্ড ভেবে বসেছিলেন?

একেবারে ‘গ্রাউণ্ড লেভেল’-এর ছবি সবার আগে ধরা উচিত কাউন্সিলরদেরই৷ তাঁরাই দলের চোখ৷ তাঁদেরই নিয়মিত যোগাযোগ থাকার কথা এলাকার মানুষের সঙ্গে৷ কিন্তু এই পরিবর্তন তাঁরা ধরতে পারেননি৷ অনেকেই মনে করেন, কলকাতার অধিকাংশ তৃণমূল- কাউন্সিলরের ‘বডি- ল্যাঙ্গুয়েজ’ ঠিক কাউন্সিলর-সুলভ নয়৷ তাঁদের হাঁটা-চলা, কথাবার্তা অথবা তথাকথিত ব্যস্ততা অনেকক্ষেত্রে মন্ত্রী-সাংসদদের হার মানায়৷ শহরের নাগরিকরা অধিকাংশ কাউন্সিলরের প্রাথী হওয়ার আগের এবং জেতার ছ’মাস পরের গেট-আপ দেখে বিস্মিতই হন৷ এমন অসংখ্য কাউন্সিলর আছেন, যারা নিজেদের ‘সামান্য’ কাউন্সিলর ভাবতে লজ্জাবোধ করেন৷ এমন অসংখ্য মহিলা কাউন্সিলর আছেন, যারা নিয়মিত ঘরকন্নার কাজে ব্যস্ত, আর সেই ওয়ার্ডের মানুষ ওই কাউন্সিলরের স্বামী, জামাইবাবুর বা তাঁর অন্য কোনও “স্বজন”-এর দাপট দেখছে৷ ফলে যতদিন গিয়েছে, এরা ততটাই সাধারন মানুষের
ভালবাসা হারিয়েছেন ৷ সত্যি বলতে কী, কিছু কাউন্সিলর তো এই ‘কাউন্সিলর’ শব্দটিকেই এলাকায় ভীতিজনক করে তুলেছেন৷ আর এসবেরই মাশুল দিয়েছে দল৷ অধিকাংশ ক্ষেত্রে কাউন্সিলরদের ভাবমূর্তির সুযোগ নিয়েই বেড়ে উঠেছে বিজেপি৷
নাহলে, কলকাতায় তৃণমূলের এই লজ্জাজনক ফল হতে পারেনা৷

লোকসভায় দলের যে সব কাউন্সিলর ‘লিড’ দিতে পারেননি, তাঁদের আগামী পুরভোটে প্রার্থী না করার সিদ্ধান্তে তৃণমূল শীর্ষস্তর অথবা প্রশান্ত কিশোর অনড় থাকলে, তৃণমূলের বাড়তি কোনও ক্ষতি হবেনা৷ রাজ্যের শাসন ক্ষমতায় যতদিন তৃণমূল থাকবে, ততদিন এদের পক্ষে ভোটের মুখে
অন্যে দলের প্রার্থী হয়ে জিতে আসা কার্যত অসম্ভব, নানা অনিবার্য কারনেই৷ এই ঝুঁকি তাই তৃণমূল নিতেই পারে৷ এই কঠিন সিদ্ধান্তে একুশের ভোটে আখেরে তৃণমূলের লাভই হবে৷

Previous articleকরোনা ভাইরাস নিয়ে প্রতিরোধে মুখ্যসচিব-ডিজি’র সঙ্গে ভিডিও কনফারেন্স কেন্দ্রের
Next articleগ্র্যামির মঞ্চে উত্তাপ ছড়িয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পিগি চপস