১৩ বছরের একটি শিশুর শরীর থেকে পাওয়া গেল শ্যাম্পুর পাতা এবং চুল। চমকে গেল ডাক্তাররা। কয়েকদিন ধরেই শিশুটি পেটের যন্ত্রণায় ভুগছিল। ব্যাথা বেশি হতেই তাকে তামিলনাডুর কোয়েম্বাটোরের একটি হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। এরপরই চিকিৎসা শুরু হবার পর রিপোর্ট হাতে পেয়ে চমকে ওঠে শিশুটির বাড়ির লোকজন সহ ডাক্তাররা। তার পেটের মধ্যে ছিল ৫০০ গ্রাম চুল সহ প্রচুর শ্যাম্পুর পাতা।

এরপর ডাক্তারদের চেষ্টায় প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘণ্টা অপারেশন চলে। বেরিয়ে আসে চুল সহ শ্যাম্পুর পাতা। ডাক্তাররা জানিয়েছেন, সে কয়েকদিন ধরেই চুল, শ্যাম্পুর পাতা খাচ্ছিল। সেই কারণেই মেয়েটির পেটে ব্যাথা করছিল। মেয়েটি এখন সুস্থ।

আরও পড়ুন-নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনতে হল নির্মলকে
