এই প্রথম বারুইপুর আদালতে ফাঁসির নির্দেশ, তবে মুক্তি পেল নাবালক

ইংরেজ আমল থেকে দেওয়ানি আদালত থাকলেও, বেশ কয়েক বছর আগে বারুইপুর ফৌজদারি আদালতের স্বীকৃতি পায়। তারপর থেকে এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত। আজ, মঙ্গলবার বারুইপুর আদালতে দুই ধর্ষক তথা খুনির ফাঁসির নির্দেশ দিলেন বিচারক। ফাঁসির সাজাপ্রাপ্ত দোষীদের নাম পালান আলি লস্কর ও সাবির আলি লস্কর।

উল্লেখ্য, ২০০৭ সালে পালান তার মামাতো বোনকে অপহরণ করে । এরপর বোনকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, গণধর্ষণের পর তাঁকে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছিল। তবে পালান ও সাবিরকে ফাঁসির নির্দেশ দিলেও এই ঘটনায় যুক্ত এক নাবালককে মুক্তি দেয় আদালত। যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন-CAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র