Sunday, November 16, 2025

ধীরে ধীরে মুখোশ সরছে৷ বেরিয়ে আসছে কেন্দ্রের মুখ৷ দেশজুড়ে CAA বিরোধী প্রতিবাদ- আন্দোলন যতই চলুক, কেন্দ্রের যে তাতে কিছু যায় আসেনা, মোদি সরকার সেই বার্তাই দিতে চলেছে৷

CAA-এর মাধ্যমে কেউ ভারতের নাগরিকত্ব পেতে চাইলে, দিতে হবে তাঁর ধর্মবিশ্বাসের প্রমাণপত্র। পূরণ করতে হবে আরও একাধিক শর্ত।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, CAA- এর আওতায় নাগরিকত্ব পেতে চাইলে ধর্মবিশ্বাসের প্রমাণ ছাড়াও তিনি 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে এসেছেন কি না, তার প্রমাণও দিতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইনের এমনই খসড়া প্রস্তুত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যাঁরা নতুন আইনের আওতায় এসে নাগরিকত্ব চান, তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা অমুসলিম 6 ধর্মের যে কোনো একটিতে বিশ্বাসী। নতুন আইনের নিয়মাবলিতেই এই শর্ত উল্লেখ করা থাকবে। তা ছাড়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি ধর্মে বিশ্বাসীদের এটাও প্রমাণ করতে হবে যে, তাঁরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন।
এই শর্তের বাইরে শুধুমাত্র অসমের ক্ষেত্রে নতুন কয়েকটি শর্ত চাপানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের খবর, অসমের ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে মাত্র 3 মাস। ওই সময়সীমার মধ্যে আবেদন না করলে মিলবে না নাগরিকত্ব। অসমের বেশ কিছু অঞ্চলকে এই নতুন আইন থেকে বাদ দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version