রং-তুলি-ক্যানভাসে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

সিএএ, এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন ভাবে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও সভা, কখনও মিছিল, কখনও বা ধর্না- কেন্দ্রের নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এবার রং, তুলি দিয়ে ক্যানভাসে প্রতিবাদ জানালেন মমতা। মঙ্গলবার, গান্ধী মূর্তির সামনে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে কালো ক্যানভাসে ছবি এঁকে বার্তা দেন তিনি।
কালো ক্যানভাসে প্রথমে তুলি দিয়ে কিছু ফুটকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাঁর সৃষ্টি কন্যাশ্রীর মুখ আঁকেন তৃণমূল নেত্রী। তবে, সেই ছবি ঘিরেই ছিল প্রতিবাদের বার্তা। মেয়ের ডান চোখের মণিতে ‘N’, বাঁ চোখের মণিতে ‘O’। আর কপালে ‘CAA’ লেখা। চিবুকের কাছে বেশ কয়েকটি বড় বড় শূন্য। নীচে বাঁ দিকে NPR, আর ডান দিকে NRC লেখা।
এদিন মুখ্যমন্ত্রীর পাশের ক্যানভাসেই তাঁর সঙ্গে ছবি আঁকেন শিল্পী শুভাপ্রসন্ন। রং-তুলিতে ক্যানভাস ভরান শিল্পী রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরী।
ছবি আঁকার পর মুখ্যমন্ত্রী বলেন, রং-তুলির টানেই প্রতিবাদ করতে গিয়েছেন তিনি। রবীন্দ্রনাথ, নজরুলের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বলেন, “মানুষে মানুষে বিভাজন করার আইন চলবে না। নো ক্যা, নো এনআরসি, নো এনপিআর।” এই মঞ্চ থেকে ফের সিএএ, এনআইসি-র বিরুদ্ধে আন্দোলন জারি রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী।