ভারতীয় হিসেবে কী করেছেন আদনান? কণাদ দাশগুপ্তের কলম

কণাদ দাশগুপ্ত

মাত্র ৪ বছরের এক ভারতীয়র হাতে দেশের Fourth Highest Civilian Award ‘পদ্মশ্রী’ তুলে দিতে চলেছেন দেশের রাষ্ট্রপতি৷

ভারতে তো বটেই, গোটা দুনিয়ায় এমন রেকর্ড শত খুঁজলেও মিলবে না৷ এক কথায়, নীরবে ‘অনন্য’ এই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে নরেন্দ্র মোদির সরকার৷ এই রেকর্ড কোনওদিন না ভাঙ্গার সম্ভাবনাই প্রবল ৷

পদ্ম-সম্মান কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে তা স্থির করার জন্য নির্দিষ্ট এক বিধি আছে৷ সেখানে বলা আছে :

“WHO DECIDES-
All nominations received for Padma Awards are placed before the Padma Awards Committee, which is constituted by the Prime Minister every year. The Padma Awards Committee is headed by the Cabinet Secretary and includes Home Secretary, Secretary to the President and four to six eminent persons as members. The recommendations of the committee are submitted to the Prime Minister and the President of India for approval.”

তো, পদ্ম-সম্মান সংক্রান্ত বিধি বলছে, প্রধানমন্ত্রীই প্রতি বছর পদ্ম-প্রাপক বাছাই-কমিটি গঠন করে দেন এবং সেই কমিটির পাঠানো নামের তালিকা অনুমোদন করেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী৷ সুতরাং, দেশের শীর্ষতম স্তরের সবুজ সংকেত ছাড়া, একটি মাছিও পদ্ম-প্রাপক তালিকায় ঢুকতে পারে না৷

তাহলে এটা মানতেই হবে, দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই
২০২০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন পাক বংশোদ্ভূত গায়ক আদনান সামি।

কে এই আদনান সামি ?

আদনান নওরিন এবং আরশাদ সামি খানের পুত্র আদনান লন্ডনে জন্মগ্রহণ করেন। আরশাদ সামি খান পাকসেনার পদস্থ কর্তা ছিলেন৷ কার্গিল যুদ্ধে আরশাদ সাহেবের “পারফরম্যান্স”-এর কথা এতদিনে সবাই জেনে গিয়েছেন৷ পাকিস্তানি বংশোদ্ভূত একজন কানাডিয়ান নাগরিক হিসাবে আদনান ‘ব্যবসায়ী-ভিসা’-র ভিত্তিতে মুম্বই শহরে বসবাস শুরু করেন৷

‘পদ্মশ্রী’ খেতাব পাওয়া
এই আদনান ১৯৯৩ সালে প্রথমবার বিয়ে করেন জেবা বকতিয়ারকে৷ আদনান-জেবার এক পুত্র আছে, নাম,আজান সামি খান৷ তিন বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় দু’জনের৷ ২০০১ সালে আদনান সামি ফের বিয়ে করেন দুবাই-এর সাবা গালাদারি-কে৷ দু’জনেরই সেটা ছিলো দ্বিতীয় বিয়ে৷ দু’জনেরই একটি করে সন্তান৷ দেড় বছরের মাথায় ফের ডিভোর্স হয়ে যায় দু’জনের৷ ওই ২০০১ সালের ১৩ মার্চ থেকে আদনান ব্যবসায়ী-ভিসায় ভারতে বসবাস শুরু করেন৷ বিধি মেনে নির্দিষ্ট সময় অন্তর তাঁকে ভিসা রিনিউ করাতে হতো৷ এদিকে আদনানের দ্বিতীয় স্ত্রী সাবা, দুবাই থেকে মুম্বই ফিরে আসেন ২০০৮ সালে৷ ওই বছরই ফের আদনান বিয়ে করেন সাবা-কে৷ আদনানের এটি ছিলো তৃতীয় বিয়ে৷ কিন্তু এই বিয়েও টিঁকলো না৷ ২০০৯ সালেই আদনান দ্বিতীয়বার ডিভোর্স করেন তাঁর তৃতীয় বিবি-কে৷

বসে থাকেননি আদনান৷ ২০১০ সালের ২৯ জানুয়ারি, আদনান সামি চতুর্থবার শাদি করেন পাক- সেনাবাহিনীর এক জেনারেলের মেয়ে রোয়া-কে৷ ২০১৭ সালে আদনান ও রোয়া-র এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে৷ আদনানের এই চতুর্থ শাদি সম্ভবত এখনও টিঁকে আছে৷

এরই মাঝে ২০১৫ সালের ২৬ মে আদনান সামি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন৷ ২০১৫-র ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আদনান সামিকে জানানো হয়, ভারত সরকার তাঁর আবেদন মঞ্জুর করেছে৷ পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেয়েছেন।

ফলে, ২০১৬ সালের ১ জানুয়ারি, নতুন বছরের প্রথমদিন থেকেই আদনান সামি ভারতীয় নাগরিক হয়ে যান।
দীর্ঘ অপেক্ষার পর মোদি সরকারের আমলেই ভারতীয় নাগরিকত্ব পান আদনান সামি৷ ওদিকে বাবা আদনান সামি ভারতীয় নাগরিক হলেও পাকিস্তানই ঠিকানা ছেলে আজান সামি খানের৷ আদনানের বাবা-র দেশও পাকিস্তান৷ আজান আগেই জানিয়েছেন, পাকিস্তানই তার দেশ। ভারতের নাগরিক হওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই৷ আজান বলেছেন, “পাকিস্তানই আমার বাড়ি। আমি এখানেই বেড়ে উঠেছি৷ পাকিস্তানের শিল্পজগতকেই আমার পরিবার বলে অনুভব করি”৷

ওদিকে পদ্ম-বিধিতে বলা আছে, “It has also been awarded to some distinguished individuals who were not citizens of India but did contribute in various ways to India.”
এর অর্থ কোনও বিদেশি’র যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভারতের জন্য কোনও অবদান থাকে, তাহলে সেই অ-ভারতীয়-ও পদ্ম-সম্মান পেতে পারেন৷
সেই বিধি অনুসারে এ বছরও বেশ কয়েকজন বিদেশি পদ্ম-সম্মান পেয়েছেন৷ আদনান কিন্তু ‘বিদেশি’ হিসাবে পদ্মশ্রী পাননি৷ স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে আদনান সামিকে মহারাষ্ট্রের বাসিন্দা এক ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে৷

এবার প্রশ্ন করা যেতেই পারে, ২০১৬ সালের ১ জানুয়ারি যিনি ভারতীয় হলেন, তাঁকে মাত্র ৪ বছরের মধ্যেই ভারতের Fourth Highest Civilian Award ‘পদ্মশ্রী’ তুলে দেওয়া হলো, এটা কি বিস্ময়কর নয় ?

পদ্ম-বিধিতে স্পষ্ট বলা আছে, “The award seeks to recognize achievements in all fields of activities or disciplines where an element of public service is involved.”
২০১৬ সালে আদনান ‘ভারতীয়’ হলেন৷ গত ৪ বছরে আদনানের কী এমন “Achievements” আছে যে তাঁকে ২০২০ সালেই “Recognize”
করতে হবে ? আর অপেক্ষা করা যাবে না?
মনে রাখতে হবে, একজন বিদেশি হিসেবে আদনান এই স্বীকৃতি পাননি৷ একজন মহারাষ্ট্রবাসী ভারতীয় নাগরিককে মাত্র ৪ বছরেই এই স্বীকৃতি দিয়ে মোদি সরকার নিশ্চিতভাবেই বিশ্বরেকর্ড গড়েছে৷
মাদার টেরিজা-র মতো বিদেশি, ১৯৪৭ সালে ভারতের নাগরিক হয়ে ১৯৫০ সালে স্থাপন করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি, করে গিয়েছেন মানবসেবা৷ আর ওই কাজের স্বীকৃতিতে ভারত সরকার মাদারকে “পদ্মশ্রী” দিয়েছিলো ১৯৬২ সালে৷
আর ২০১৬-র প্রথম দিন থেকে ২০১৯-এর শেষদিন পর্যন্ত, মাত্র এই ৪ বছরে আদনান সামি ‘পদ্মশ্রী’ পাওয়ার মতো কী কী কাজ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর উচিত সে সব প্রকাশ্যে আনা৷ ভারতবাসীর এটা জানা দরকার আদনান সামিকে পদ্মশ্রী পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে বিজেপি সরকার এত তাড়াহুড়ো কেন করেছে ? এই স্বীকৃতি কি দেশের মুসলিমদের কাছে “বন্ধু”-র বার্তা দেওয়ার হাতিয়ার হলো ?

একইসঙ্গে ভাবতে হবে, আদনান সামির এই ‘পদ্মশ্রী’ প্রাপ্তি কি মোদিজি এবং শাহজির ‘মানসপুত্র’ CAA-এর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলো ? যে শর্তের ভিত্তিতে দেশের নাগরিকত্ব পাওয়ার বিধান দিয়েছে CAA, তার কোনটি পূরণ করেছেন আদনান সামি ? তাহলে কি এই CAA আইনটিও কেন্দ্রীয় সরকারের ইচ্ছানুসারে প্রয়োগ করা হবে ?

দেশের Fourth Highest Civilian Award-এর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েই বলতে হচ্ছে, আদনান সামির এই পদ্মশ্রী প্রাপ্তিতে মর্যাদাহানি ঘটেছে ‘পদ্ম’- সম্মানের৷

আরও পড়ুন-CAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র

Previous articleরোহিঙ্গা ক্যাম্পে ক্রমেই বাড়ছে এইডস রোগীর সংখ্যা, উদ্বেগে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রক
Next articleদ্বিতীয় সন্তানকে বড় করতে না চাওয়াতেই খুন, জেরায় স্বীকার মায়ের