Thursday, August 21, 2025

বহিষ্কৃত পিকে। মানে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। না, তৃণমূলের দায়িত্ব থেকে নয়, তিনি যে দলের নেতা ছিলেন, সেই নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড থেকে তাঁকে বহিষ্কার করা হল। অভিযোগ সেই দলবিরোধী কাজ। একইসঙ্গে দলের আরও এক হেভিওয়েট নেতা পবণ ভার্মাকেও বহিষ্কার করা হয়েছে। প্রশ্ন জনান্তিকে, পিকে আসলে এটাই চাইছিলেন। এবার কী তিনি সরকারিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন? অপেক্ষা তারই।

সম্প্রতি পিকের এবং বার্মার সঙ্গে সিএএ-এনআরসি ও এনপিআর নিয়ে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধ হয়। মূলত সিএএ নিয়ে রাজনৈতিক অবস্থান পরিস্কার করা নিয়ে মতবিরোধ শুরু হয়। সেই জট কাটলেও মঙ্গলবার ট্যুইট করে প্রশান্ত কিশোর দলের সুপ্রিমোকে বেশ কিছু ইস্যু নিয়ে প্রশ্ন করেন। নীতীশ কুমার বলেছিলেন, প্রশান্ত কিশোর দলে অপরিহার্য নয়। তিনি দলে থাকবেন কি না থাকবেন তাঁর সিদ্ধান্ত। নীতীশের এই মন্তব্যের কড়া সমালোচনা করে প্রশান্ত কিশোর বলেন, “মিথ্যে বলতে গিয়ে অনেকটাই নীচে নেমে গেছে নীতীশ কুমার। আমি কীভাবে জেডিইউ-তে যোগ দিলাম, তা বলার জন্য এতটা মিথ্যে! মনে রাখবেন, খুব কাঁচা চাল দিয়ে ফেলেছেন। প্রকাশ্যে নীতীশ-পিকে মতবিরোধ প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়ে দল। নীতীশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিকে। নীতীশ প্রথম দিকে ঢোঁক গিললেও, এবারে একে বারে দল থেকেই পিকে-কে ছেঁটে ফেললেন।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version