প্রশান্ত কিশোর কি তৃণমূলের টিকিটে রাজ্যসভায়? জল্পনা আকাশছোঁয়া

বিজেপি’র সঙ্গে সখ্য বজায় রাখতেই JDU সভাপতি নীতিশ কুমার সম্ভবত দল থেকে বহিষ্কার করলেন দলের জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে৷ এই প্রশান্তের আর একটি পরিচয়, তিনি ‘ইলেকশন- স্ট্র্যাটেজিস্ট’৷ এই মুহুর্তে তিনি তৃণমূল কংগ্রেস-সহ দেশের কয়েকটি দলের পরামর্শদাতা৷
এদিকে, নীতিশ কুমার বুধবার প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করার পরই রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে৷ তাহলে কি এবার প্রশান্ত কিশোরকে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় পাঠিয়ে জাতীয় রাজনীতিতে ‘মাস্টারস্ট্রোক’ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ?
সরস্বতী পুজোর দিন এই আলোচনাতেই সরগরম রাজ্য-রাজনীতি৷

Previous articleজলঙ্গি কাণ্ড নিয়ে সেলিমের ক্ষোভ
Next article‘‌‌আর কত নীচে নামবেন?’‌ নীতীশকে পাল্টা তোপ প্রশান্ত কিশোরের