Friday, November 14, 2025

বাংলা স্কুলে রেকর্ড, টাকির তথ্যচিত্র ‘সাজঘর’ প্রকাশ শিক্ষামন্ত্রীর

Date:

স্কুল হল ভিত্তি। জীবনের রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়ার সাজঘর। সেই স্কুলেরই ইতিহাস নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র। সময়ের দলিল বলাই ভালো। আর সেই তথ্যচিত্র উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ইতিহাস তৈরি হয়েছে মধ্য কলকাতার টাকি বয়েজ স্কুলে। সরস্বতী পুজোর দিন উদ্বোধন হল স্কুল নিয়ে তথ্যচিত্র ” সাজঘর”। তিন প্রাক্তনী সীমন্ত, সায়নজিৎ, শুভজিতের উদ্যোগ। প্রযোজক মঞ্চের আনুষ্ঠানিক নাম ‘দলছুট।’ প্রাক্তনী সংগঠন টিব্যাকের কার্নিভালে উদ্বোধন হয়েছিল ট্রেলার। এবার মুক্তি পাবে সিডি। স্কুলের ইতিহাস, অতীতের গল্প, প্রবীণ থেকে নবীন শিক্ষকশিক্ষিকা, ছাত্রদের সাক্ষাৎকার। কোনো স্কুলে আজ পর্যন্ত এমন তথ্যচিত্র দেখা যায় নি। তিন প্রাক্তনী আবেগ এখানে স্থায়ী দলিলের চেহারা নিয়েছে। টাকি বয়েজের ছাত্রদের উপস্থিতি বিশ্বজোড়া। “সাজঘর” নিয়ে আগ্রহ সবার। নিজের অতীতকে একঝলক ছুঁয়ে দেখার সুযোগ।

সরস্বতী পুজোর দিন এটি উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হাতে তুলে দিলেন সীমন্ত রায়, সায়নজিৎ ভৌমিক, শুভজিৎ কুন্ডুরা। ছিলেন টাকির প্রাক্তনী সংগঠন টিব্যাক কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক পার্থ সারথি সাহা, অনিরুদ্ধ রায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ।

শিক্ষামন্ত্রী টাকি বয়েজ স্কুল এবং তার প্রাক্তনী সংগঠন টিব্যাকের ঢালাও প্রশংসা করেন। তথ্যচিত্র নির্মাণের উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি। সিডি কভারে শুভেচ্ছাবার্তা লিখে দেন।

পার্থবাবুর বাড়ির অনুষ্ঠানে সিডি উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গণে এটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়। প্রাক্তনীরা এটি কিনে প্রচার শুরু করেন। ছিলেন প্রধান শিক্ষিকা ডঃ স্বাগতা বসাক, সহকারী প্রধান শিক্ষক অমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। কভার সুদৃশ্য। বিনিময়মূল্য ১০০ টাকা।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version