ঋণখেলাপি পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের মামলা শুরু হতে চলেছে 11মে। ব্রিটেনের আদালতে পলাতক ব্যবসায়ী নীরবকে ফেরানোর বিষয়ে জোরালো সওয়াল করতে চলেছে কেন্দ্র সরকার। এদিকে বৃহস্পতিবার ফের নীরব মোদির জেলে থাকার মেয়াদ বাড়ল। আর্থিক তছরূপ ও প্রতারণার মামলায় ব্রিটেনের আদালত 27 ফেব্রুয়ারি পর্যন্ত নীরবের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নীরব মোদিকে।
