এ বছর কবে খুলছে বদ্রীনাথের বিখ্যাত বিষ্ণু মন্দির?

আগামী ৩০ এপ্রিল থেকে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের জন্য খুলে যাবে উত্তরাখণ্ডের বদ্রীনাথের বিখ্যাত বিষ্ণু মন্দির। বদ্রী-কেদার মন্দির কমিটির সভাপতি মোহনপ্রসাদ থাপলিয়ল জানিয়েছেন, ৩০ এপ্রিল ভোর চারটের সময় রীতি-নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বদ্রীনাথ মন্দিরের মূল ফটক পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, শীতে তুষারপাতের জন্য প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে উত্তরাখণ্ডের অন্যান্য তীর্থস্থানের মতোই বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দির। আবার তা সাধারণের জন্য খুলে দেওয়া হয় এপ্রিল-মে মাসে বরফ গলার পরপরই।

আরও পড়ুন-ছানি অপারেশন করতে গিয়ে শেষমেষ গোটা চোখটাই উপড়ে ফেলতে হল! তারপর?

Previous articleছানি অপারেশন করতে গিয়ে শেষমেষ গোটা চোখটাই উপড়ে ফেলতে হল! তারপর?
Next articleপিকে’র ছাঁকনিতে ফেঁসে ৫০% কাউন্সিলর, কণাদ দাশগুপ্তের কলম