মাওবাদী বনাম পুলিশ, রুদ্ধশ্বাস বই প্রাক্তন নগরপালেরই হাতে

‘পথ হারবো বলেই’।

নতুন বইটি আইপিএস ও প্রাক্তন নগরপাল গৌতমমোহন চক্রবর্তীর হাতে তুলে দিলেন লেখক কুণাল ঘোষ।
কলকাতা বইমেলায় দেব সাহিত্য কুটীরের স্টলে।
উচ্ছ্বসিত গৌতমবাবু বইয়ের বিষয়টা শুনলেন। বললেন,” দারুণ বিষয়। এটা সকলের পড়ার মত, এমনকি পুলিশপ্রশাসনে যাঁরা আছেন, তাঁদেরও।”

বিষয় হল, এক ডাকসাইটে মাওবাদী নেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় শহরতলীর এক পল্লীতে ছদ্মপরিচয়ে লুকিয়ে। সেই খবরের গন্ধ পেয়ে তাঁকে ধরতে এক গোয়েন্দা অফিসারকে পরিচয় পাল্টে সেখানে পাঠিয়েছে পুলিশ। এদিকে জেলে বন্দি অবস্থায় বসেও অদ্ভুত নেটওয়ার্কে পরিস্থিতিতে নজর রাখছেন দুই মাওবাদী নেতা। তারপর কী হল?

দেব সাহিত্য কুটীর। স্টল ৪৩৫. সাত নম্বর গেটের সামনেই। দাম ২২০ টাকা।

Previous articleকলকাতা পুরভোটে প্রার্থী হতে নারাজ বিজেপির রাজ্য নেতারা
Next articleমুখ খুলেও মোদির কথায় নেই গুলি কাণ্ডের কথা!