দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি

দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি। পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়াকাণ্ডের চার আসামীর। এদিন, সুপ্রিম কোর্টে পবন গুপ্তার আবেদনের আর্জি খারিজ হয়ে যায়। ঘটনার সময় নাবালক ছিল বলে দাবি করে পাবন। কিন্তু সেই দাবি শীর্ষ আদালতে খারিজ হয়ে যায়। তবে শনিবার হচ্ছে না নির্ভয়াকাণ্ডের 4 দোষীর ফাঁসি। আদালতের এই রায় শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশা দেবী।

Previous articleআজ রাতেই উহান থেকে 325 ভারতীয়কে ফেরাবে বিশেষ বিমান
Next article“হয় ফাঁসি, না হলে পুড়িয়ে ফেলুন সংবিধান”, মন্তব্য ক্ষুব্ধ আশাদেবীর