ভারতের কম রানের টার্গেট জয়ের হাতছানি নিউজিল্যান্ডের।চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বড় টার্গেট দিতে পারল না ভারত। ১৬৫ রান করে ইনিংস শেষ করে ভারত। নিউজিল্যান্ডের টার্গেট ১৬৬। রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং রোহিত শর্মার পরিবর্তে প্রথম একাদশে খেলছেন সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি। সাত ওভারের শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৪৮।দলকে ১৫০ রান পার করাতে মুখ্য ভূমিকা পালন করেন মনীষ পাণ্ডে। ইনিংসের শেষে শর্দুল ঠাকুর ঝড় তোলেন।১৫ বলে ২০ রান করেন তিনি।
