কাল বাজেটে যে কর কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে

দারুন অর্থনৈতিক মন্দা। তার মাঝে কেন্দ্রের বিজেপি সরকারের বাজেট পেশ। মুদ্রাস্ফীতি ৭.৩৫% এসে দাঁড়িয়েছে। অর্থনৈতিক বৃদ্ধি নেমেছে ৫% নিচে। প্রশ্ন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী কল্পতরু হবেন আগামিকালের বাজেটে!

অনুমান করা হচ্ছে কর বিন্যাসে কিছু পরিবর্তন আনবেন। প্রত্যক্ষ কর নিয়ে আসতে পারে ‘ফিক্সড ট্যাক্স ব্র‍্যাকেট’। ১. কর ছাড়ের ধাপ এখন রয়েছে ৫%,২০%, ৩০%-এর মধ্যে। পরিবর্তন করে তা হতে পারে ১০%,২০%, ৩০%, ৩৫%। ২. জিডিপি আড়াতে কর্পোরেট ট্যাক্সে পরিবর্তন হতে পারে। কিন্তু সেপ্টেম্বরে ট্যাক্স কম করেও উৎপাদন না বাড়ায় কিছু প্রশ্ন তো রয়েইছে। ৩. চাহিদা বাড়াতে এবং অর্থনীতি চাঙ্গা করতে আয়করের কিছু পরিবর্তন হতে পারে। ৪. শিল্পের বন্ডের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে। নির্মাণ ও পরিকাঠামো শিল্পে বিনিয়োগ কমতে কমতে তলানিতে ঠেকেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পদক্ষেপ নেওয়া হতে পারে।

Previous articleKMC vote 109: পিছিয়ে থাকা ওয়ার্ডে অনন্য নজির, এবারও অপ্রতিদ্বন্দ্বী অনন্যা
Next articleশুরু ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম পরিষেবাও ব্যাহত