কাল কেন্দ্রীয় বাজেট, আর্থিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির ইঙ্গিত

শনিবার সংসদে সাধারণ বাজেট ও একইসঙ্গে রেল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদি সরকারের প্রথম বাজেট। ফলে প্রত্যাশা আকাশচুম্বী। যদিও বর্তমানে বেহাল আর্থিক অবস্থার মধ্যে ঘুরে দাঁড়ানোর কোন দাওয়াই দেন নির্মলা, সেদিকে নজর থাকবে। সরকার নতুন কোনও সামাজিক প্রকল্প ঘোষণা করে নাকি চলতি প্রকল্পগুলিতেই অর্থ বাড়িয়ে অগ্রাধিকার দেয় তাও দেখার বিষয়। শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষায় দেশের জিডিপি বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী অর্থবর্ষেই জিডিপির বৃদ্ধি 6 থেকে সাড়ে 6 শতাংশ হতে পারে বলে আর্থিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। এদিকে বাজেটের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘাটতি কমানোর পরামর্শ দিয়েছেন। অর্থনীতির হাল ফেরাতে তাঁর দাওয়াই আমজনতার ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়ন। মানুষের হাতে অর্থের যোগান না দিলে চাহিদা পূরণ সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি।

Previous articleপ্রতিষেধক তৈরি! চিনই জন্ম দিয়েছে করোনা ভাইরাস!
Next articleশেষ ওভারে চার উইকেট নিল ভারত, সুপারওভারে গড়াল ম্যাচ