Budget 2020 : বিপিসিএলও বিক্রি করছে কেন্দ্র!

সরকারি সংস্থাগুলি বেচে দেওয়ার শুরুয়াৎ হয়ে গেল। বাজেট পেশ করে এলআইসি থেকে সরকারের শেয়ার বেচে দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট শেষ করে সাংবাদিক সম্মেলনে বসার পর জানা গেল সরকার বেচে দিচ্ছে বিপিসিএলও, অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড। খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করবে সরকার। রাহুল গান্ধী বলেন, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, এলআইসি বিক্রি করছে। আইডিবিআই থেকে শেয়ার তুলে নেওয়ার কথা বলেছে। সরকার এবার লিমিটেড কোম্পানি হতে চলেছে।

আরও পড়ুন-এলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধিতা সব মহলে

Previous articleKMC vote 85: তিনি “না” বলেন না, তাই মানুষও “না” বলে না দেবাশিসকে
Next articleএকনজরে বাজেটে দামের ওঠা-পড়া