একনজরে বাজেটে দামের ওঠা-পড়া

সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে কর ছাড়ের পাশাপাশি আমজনতার নজর থাকে জিনিসের দামের ওঠাপড়ার দিকে।

এক নজরে কী হল এবারের বাজেটে-

দাম বাড়ছে

• সিগারেট ও তামাক জাতীয় পণ্য
• আমদানিকৃত বেশ কিছু জিনিস
• আমদানিকৃত জুতো, আসবাব
• বিদেশ থেকে আমদানি করা মেডিক্যাল সরঞ্জাম
• দেওয়াল ফ্যানের কাস্টমস ডিউটি ৭.৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ শতাংশ
• রান্নার সরঞ্জাম, চিনা সেরামিক, স্টিল, কপারের কাস্টমস ডিউটি দ্বিগুণ করা হয়েছে
• ক্যাটালাইটিক কনভার্টার, গাড়ির যন্ত্রাংশ

দাম কমছে

• নিউজ প্রিন্টের কাস্টমস ডিউটি কমিয়ে হল ৫ শতাংশ
• বেশ কিছু জিনিস কাঁচা চিনি, অ্যাগ্রো অ্যানিম্যাল বেসড প্রোডাক্ট, স্কিমড মিল্ক, কিছু অ্যালকোহলিক বেভারেজেস, সয়া ফাইবার সয়া প্রোটিনের উপর থেকে কাস্টমস ডিউটি উঠছে

Previous articleBudget 2020 : বিপিসিএলও বিক্রি করছে কেন্দ্র!
Next articleক্ষুব্ধ মমতা বললেন, আমি স্তম্ভিত