Wednesday, July 9, 2025

ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’ সবথেকে বেশি উপভোগ করেছেন স্বয়ং পরিচালক

Date:

Share post:

বর্তমান বাংলা সিনেমার প্রথম সারির পরিচালক তিনি। এখনও পর্যন্ত ঝুলিতে ১৭টি ফিল্ম। কিন্তু সেইসব সিনেমা নয়, ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর শুটিং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উপভোগ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে শুরু হয় ‘ফেলুদা ফেরত’-এর শুটিং। উত্তরবঙ্গ সহ কাঠমাণ্ডুতেও হয়েছে শুটিং। তবে শুটিংয়ের শেষে আবেগতাড়িত হয়ে পড়েন পরিচালক।

শুক্রবার, টুইট করেন সৃজিত মুখোপাধ্যায়। ট্যুইটে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ১৭টা ছবি বানিয়েছি। আশা রাখি আরও কয়েকটা বানাবো। তবে ফেলুদা ফেরতের শ্যুটিংয়ের শেষদিনে এসে বুঝলাম এখনও পর্যন্ত এই ছবির শ্যুটিং করতে গিয়েই সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি।’

কিন্তু হঠাৎ কী কারণে শুটিং উপভোগ করলেন তিনি?
সৃজিতের কথায়, “প্রতিদিন শুটিংয়ের সময় ক্যামেরার পাশে আমার সঙ্গে একটা রোগা-পাতলা চেহারার ছেলে এসে বসত। বছর পনেরোর ওই ছেলেটাই মনিটরে তাকিয়ে শট ঠিক হয়েছে কি না সেসব জানিয়ে দিত। ভুল হলে ভ্রূ বাঁকাত। ভালো হলে মুচকি হেসে পিঠ চাপড়ে দিত। গল্পের বইয়ের পাতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত রোজ। ওই বাচ্চা ছেলেটাই আমায় পুরনো দিনের কথা মনে করিয়েছে”। ফেলুদার বই কেনার উত্তেজনা, নতুন বইয়ের গন্ধ, প্রথমবার সেই বই পড়ার রোমাঞ্চ, ফেলুদা-জটায়ু-তোপসের অদ্ভুত বন্ধন। এই সবকিছুই প্রতিদিন অনুভব করেছেন তিনি। আর সবচেয়ে মজার হল শেষবার শুটিংয়ে প্যাক আপ বলার পরেই উধাও হয়ে গিয়েছে ওই ছেলেটা। হয়তো পরের সিজনে আবার ফিরে আসবে।

ওয়েব সিরিজে পর্দায় ফিরছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। সঙ্গে দুই সাথী তোপসে এবং লালমোহনবাবু। এই ওয়েব সিরিজ দেখা যাবে আড্ডা টাইমসে। ওয়েব সিরিজের প্রযোজক সুরিন্দর ফিল্মস। ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরি। তোপসের চরিত্রে কল্পন মিত্র, লালমোহন গাঙ্গুলির চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুই গল্প নিয়েই আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’।

spot_img

Related articles

গুজরাটে দুর্ঘটনা, ভাঙল গম্ভীরা সেতু! একাধিক গাড়ি নদীতে!

বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান...

নিম্নচাপ ঘূর্ণাবর্তের পার্টনারশিপে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর...

রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের, বড় দুর্ঘটনা তামিলনাড়ুতে

স্কুলে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হল তাঁদের। তামিলনাড়ুর কুড্ডালোর...

বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের প্রভাব নেই রাজ্যে, বৃষ্টিভেজা সকালে স্বাভাবিক জনজীবন

বুধবার সকাল থেকে দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ধর্মঘটের (Central Trade Union's strike) ডাক দিয়েছে। যদিও বৃষ্টিভেজা দিনে...