আইনের ফাঁক দিয়ে যেভাবে দেরি হতে হতে নির্ভয়ার আততায়ীদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল, তা নিয়ে রাগে ফুঁসছে দেশ। ঝড় সোশাল মিডিয়াতেও। একাধিক বক্তব্য ঘুরছে।

যেমন-
1) এটাই কি আইনি ব্যবস্থা?
2) চারজনের একসঙ্গে ফাঁসির আদেশ হলে ক্ষমা চাওয়ার পর্বও একসঙ্গে মিটবে না কেন?
3) এতে কি নির্ভয়া সত্যিই বিচার পাচ্ছে?


এর বাইরে আরও বক্তব্য ঘুরছে-
1) একই অপরাধে চার ফাঁসির আদেশ। অথচ কমাস বয়সের তফাতে একজন বাইরে ঘুরছে। কেন?
2) ফাঁসি দেখার জন্য দেশ এতটা অধৈর্য হয়ে ওঠা কি মানবিকতার পরিচায়ক?
3) ফাঁসি বা মৃত্যুদন্ডের বিকল্প কিছু কঠোর শাস্তি ভাবা হোক।

দেশজুড়ে এনিয়ে ব্যাপক চর্চা।


আরও পড়ুন-বিনয়ের আর্জি খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি অক্ষয়ের
