বাজেট পেশের শুরু থেকেই পড়ল সেনসেক্স, নিফটি

বাজেট পেশ চলল, পড়ল শেয়ার বাজারও। পড়তে শুরু করল সেনসেক্স, নিফটি। ৭০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, প্রায় ৩০০পয়েন্ট পড়ল নিফটি। শুক্রবার থেকেই শেয়ার বাজার পড়ার আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। সেই আশঙ্কা সত্য হয়ে মুম্বই স্টক এক্সচেঞ্জে পড়ল এনটিপিসি, টেক মহিন্দ্রা, কোটাক ব্যাঙ্ক৷ পাওয়ার গ্রিডের শেয়ারের দর পড়ে যায়। যদিও শেয়ারের দাম বাড়ে এইচইউএল, মারুতি, এশিয়ান পেইন্টেসের মতো শেয়ারগুলির।

শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে। কিন্তু বাজেটের কারণে নিয়ম ভেঙে খোলা ছিল। বাজার খোলার সময় সেনসেক্স ২২৩.৬৫ পয়েন্ট পড়ে হয় ৪০হাজার ৭২৩.৪৯ পয়েন্ট। নিফটি পড়ে গিয়ে দাঁড়ায় ১১,৯০৫ পয়েন্ট। বেলায় সেনসেক্স দাঁড়ায় ৪০, ২৪১.৯৬ পয়েন্ট। আর নিফটি কমে দাঁড়ায় ১১, ৮১১.৯৫ পয়েন্ট।

আরও পড়ুন-Budget 2020 : জিএসটি রিটার্ন সরল হচ্ছে!

Previous articleবাজেট আর নির্বাচনী ইস্তেহারের ফারাক কি কমছে? কণাদ দাশগুপ্তের কলম
Next articleএলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধিতা সব মহলে