গডকড়ি, ইরানি কী বললেন?

কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় মুখর দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি ও স্মৃতি ইরানি। গডকড়ি বলেন, বাজেটের প্রস্তাব দেশের পরিকাঠামো উন্নয়নের বিরাট সম্ভাবনা সৃষ্টি করল। পরিকাঠামো উন্নয়ন বাড়াবে কর্মসংস্থান ও নতুন শিল্পের সম্ভাবনা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, এই বাজেট মধ্যবিত্তের জন্য অকাল দেওয়ালির আনন্দ এনেছে। কর ছাড়ের যে সুবিধা মোদিজির নেতৃত্বে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তা ঐতিহাসিক। এছাড়া টেক্সটাইল শিল্পের জন্য সম্ভাবনার দরজা আরও খুলে দেবে এই বাজেট।

Previous articleচামড়া নাকি শুভ নয়!
Next articleরক্তচাপ কমে যায়, শারীরিক অস্বস্তি, শেষ দুপাতা সোমবার পড়বেন জানিয়ে দীর্ঘতম বাজেট ভাষণ বন্ধ করলেন নির্মলা